স্পোর্টস ডেস্ক, ঢাকা : স্পিনার আরাফাত সানীর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে খেলার কোনো অভিজ্ঞতা নেই। এমনকি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো সমমানের উইকেটে বোলিংও করেননি বাঁহাতি এই স্পিনার।

নতুন পরিবেশে সম্পূর্ণ অজানা উইকেটে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে আরাফাত সানীর। ৮টি ওয়ানডে ম্যাচ খেলা আরাফাত সানীর হবে এটি প্রথম বিশ্বকাপ। তবে নতুন পরিবেশে ও অজানা উইকেটে বোলিং করতে কোনো সমস্যা হবে না সানীর! এমনটিই জানিয়েছেন তিনি।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ক্যাম্প শুরু করেছে বিসিবি। ফিটনেস ট্রেনিং শেষে সাংবাদিকদের আরাফাত সানী বলেন, ‘সঠিক জায়গায় বল করতে পারলে সাফল্য পাওয়া সম্ভব। উইকেট পাওয়াও সম্ভব।’

প্রথম বিশ্বকাপ বলে সানীর বাড়তি উদ্দীপনা কাজ করছে। নিজের পথম বিশ্বকাপ সম্পর্কে সানী বলেন, ‘পরিকল্পনা থাকবে বিশ্বকাপে ভালো কিছু করার। দল ও নিজের জন্য ব্যক্তিগত কিছু অর্জন তো অবশ্যই করতে চাই।’

নিজের শক্তিমত্তা সম্পর্কে আরাফাত সানী বলেন, ‘উইকেট টু উইকেট এবং রান চেক দিয়ে বোলিং করার চেষ্টা করি। সব সময় কম রান দেওয়ার পরিকল্পনা থাকে। এক সাইড দিয়ে কম রান দিতে পারলে অপর প্রান্তের বোলার একটু নির্ভার হয়ে বোলিং করতে পারে।’

(ওএস/পি/জানুয়ারি ১২, ২০১৫)