স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইন্টার মিলানের কোচ রবার্তো মানচিনি শটে জোর থাকলে সেই ফুটবলারকে একটু আলাদা গুরুত্ব দেন। অথচ সেই মানচিনিই এবার এক শটে ঘায়েল হয়ে গেলেন। ইতালির ঘরোয়া ফুটবল সিরিয়া এ-এর ম্যাচ চলাকালীন স্বাভাবিক নিয়ম অনুযায়ী সাইড লাইনের একেবারে ধারে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিলেন কোচ মানচিনি।

সেই সময় হঠাত্‍ই তাঁর দলের ফুটবলার বল ক্লিয়ার করতে গিয়ে সজোরে শট মারলেন। সেই বল এসে লাগল একেবারে কোচ মানচিনির মুখে। শটের আঘাতে মাঠেই পড়ে যান মানচিনি। সবাই এসে তাঁকে তোলেন। ম্যাচে মানচিনির দল গেনোয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জেতে, তবে তিনি এই ম্যাচ মনে রাখবেন একেবারে অন্য কারণে।

ঘটনা নিয়ে মজা করে মানচিনি বলেন, ''এটাই প্রমাণ হল দলের ফুটবলাররা আমায় কতটা অপছন্দ করে।'' রবার্তো মানচিনির বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই নিজেকে হারিয়ে খোজছেন তিনি। তবে এবার ইন্টার মিলানে নিজের সেরাটা ঢেলে দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন মানচিনি।

(ওএস/পি/জানুয়ারি ১৩, ২০১৫)