দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউড (এনআইএলজি) এর আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ৩ দিনব্যাপি উপজেলার সকল গ্রাম পুলিশদের নিয়ে প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে মঙ্গলবার।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষায়, পুলিশের ভূমিকা প্রশিক্ষণ কোর্সের সমাপনি দিনে উক্ত বিষয়ের উপর আলোচনা করেন দুর্গাপুর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা মো. আলাল উদ্দিন ,একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ।

বক্তারা বলেন গ্রাম পুলিশদের দক্ষতা বৃদ্ধির জন্য ভবিষ্যতে আরো প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। উপজেলার ৬৭ জন গ্রাম পুলিশ উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহন করেন এবং তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।

(এনএস/এএস/জানুয়ারি ১৩, ২০১৫)