কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরের নিখোঁজ তেল ব্যবসায়ী মো. রুহুল আমিন (৪৫) ১৪ দিন পর গোপালগঞ্জের  কাশিয়ানী থেকে উদ্ধার হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা রামদিয়া বাজার পাশে থেকে অচেতন অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করা হয়।

রুহুল আমিন হোসেনপুর উপজেলার ধূলিহর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, রুহুল আমিন হোসেনপুর উপজেলাসহ ময়মনসিংহের গফরগাঁও , পাগলাসহ বিভিন্ন বাজারে পাইকারি তেল বিক্রি করেন। গত ৩০ ডিসেম্বর হোসেনপুর থেকে ময়মনসিংহের গফরগাঁও ও পাগলা এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে যান। তারপর রুহুল আমিন আর ফিরে আসেনি।

এ ব্যাপারে রুহুল আমিনের বাবা ফিরোজ মিয়া ৫ জানুয়ারি হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজের ১৪ দিন মঙ্গলবার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা রামদিয়া বাজার পাশে থেকে রুহুল আমিনকে উদ্ধার স্থানীয়রা গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল¬া জানান, তেল ব্যবসায়ীকে গোপালগঞ্জের কাশিয়ানীর রামদিয়া বাজারের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের ঘটনাটি পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

(পিকেএস/এএস/জানুয়ারি ১৩, ২০১৫)