চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মাস্টারপুল খেজুরতলা মসজিদ কলোনী এলাকায় অগ্নিদগ্ধ হয়েছে স্বামী-স্ত্রী। বুধবার সকাল আটটার দিকে রান্না করতে গিয়ে চুলা থেকে স্ত্রী আকলিমা আকতারের (২৬) শরীরে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে স্বামী মো. নাদিমও অগ্নিদগ্ধ হন।

তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকলিমা আকতারের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক আবুল বাশার বলেন,‘সকালে কেরোসিনের চুলায় রান্না করতে গিয়ে আকলিমা আকতারের শরীরে আগুন লেগে যায়। পরে স্বামী তাকে বাঁচাতে গেলে তিনিও অগ্নিদগ্ধ হন। তাদেরকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. মিশমা ইসলাম জানান,‘আগুনে আকলিমার শরীরের ৯৮ শতাংশ ও নাদিমের শরীরের ১৯ শতাংশ পুড়ে গেছে। আকলিমার অবস্থা আশংকাজনক। তাদের দু’জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

(ওএস/এইচআর/মে ০৭, ২০১৪)