নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার নওগাঁর রাণীনগর উপজেলার শিম্বা গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এবং অবস্থার আরও অবনতি ঘটলে তাদের নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ১১টায় হঠাৎ করে শিম্বা গ্রামে একটি শিয়াল প্রবেশ করে প্রথমে শিশু শাহকোআন হোসেন (৫) কে কামড়ানোর এক পর্যায় তাকে টেনে নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দলবদ্ধ ভাবে শিয়ালটিকে ধাওয়া করে। শিয়ালটি দৌড়ে গ্রামের ভিতর প্রবেশ করে এবং গণহারে কামড়াতে শুরু করে। এতে একই গ্রামের মুন্নি বেগম(৩৫), সেলিনা বেগম(৩৮), পিয়ার আলী(৫০), আশেদা বেগম(৫৫), মালতি বেওয়া (৬০), লিপন খাঁন(৪৮), হেলাল আকন্দ(৪২), শিমা বেগম(২২), দোলে বেগম(৩২), আসাদ (৪), সেলিম শেখ(২০) গুরুতর আহত হয় ।

স্থানীয়রা আহতদের রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। আহতদের অবস্থার অবনতি ঘটলে সকলকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনায় উত্তেজিত গ্রামবাসী শিয়ালকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখলে এলাকার শত শত উৎসুক জনতা শিয়ালটিকে দেখার জন্য ভীড় জমায়।

(বিএম/এএস/জানুয়ারি ১৩, ২০১৫)