বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় পুলিশকে দেখে জামায়াতকর্মী আইয়ুব আলী রেঁস্তোরায় খাবার ফেলে রেখে ভোঁদৌঁড় দিয়ে পালিয়ে যান।

মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানা পুলিশ মামলার আসামী গ্রেফতারে উপজেলার মোকামতলার পাকুড়তলা বাজারে যায়। এসময় স্থানীয় একটি রেঁস্তোরায় বসে চা পান করার সময়ে দূর থেকে ইউনিয়ন জামায়াত নেতা আইয়ুব আলী পুলিশকে দেখতে পায়। শতশত লোকের মধ্যে পুলিশকে দেখে জামায়াত নেতা আইয়ুব ভোঁদৌঁড় দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া দেখে পুলিশও তার পিছনে ধাওয়া করে। জামায়াত নেতা আইয়ুব আলী গ্রামের ভিতরে কোথাও গিয়ে গা ঢাকা দেয়। পুলিশ জামায়াত নেতা আইয়ুব আলীকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফিরে আসে।

এর কিছু পরে ওই গ্রামে থাকা অন্যান্য জামায়াত নেতারা গ্রামবাসিকে সাথে নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে। অবরোধের কারণে যানবাহন চলাচল কম থাকায় বেশ কিছুক্ষণ সড়ক অবেরাধে করে রাখে। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ধাওয়া করে অবরোধকারীদের তাড়িয়ে দেয়।

বগুড়ার শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব জানান, একটি মামলার ওয়ারেন্টের আসামী ধরতে গেলে প্রায় দেড় শতাধিক গ্রামবাসী মহাসড়ক অবরোধ করে। অতিরিক্ত পুলিশ যাওয়ার পর তারা অবরোধ তুলে নেয়। গ্রামবাসীর সাথে পুলিশের কোন ঝামেলা হয়নি।

(এএসবি/অ/জানুয়ারি ১৩, ২০১৫)