স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার তাইজুল ইসলাম ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত তালিকায় টেস্ট বোলারদের পুরস্কারের জন্য তাইজুল ইসলাম মনোনয়ন পেয়েছেন। আর ওয়ানডে বোলারদের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ৩৯ রানে ৮ উইকেট নেন তাইজুল। এমন কৃতিত্বের জন্য তিনি স্থান পেয়েছেন এই সংক্ষিপ্ত তালিকায়। অন্যদিকে তাসকিন আহমেদ ভারতের বিপক্ষে ওয়ানডেতে ২৮ রানে ৫ উইকেট শিকার করেন। তিনি পুরস্কারের জন্য প্রাথমিক তালিকায় এসেছেন তার এই কৃতিত্বের সুবাদেই।

তাইজুল ছাড়াও টেস্টে বোলারদের পুরস্কারের প্রাথমিক তালিকায় রয়েছেন মিচেল জনসন, রায়ান হ্যারিস, মর্নে মরকেল, ধাম্মিকা প্রাসাদ, রঙ্গনা হেরাথ, ইশান্ত শর্মা, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, স্টুয়ার্ড ব্রড, জুনায়েদ খান, রাহাত আলী, মার্ক ক্রেইগ ও নাথান লিয়ন। এদিকে ওয়ানডে বোলারদের পুরস্কারের তালিকায় রয়েছেন- লাসিথ মালিঙ্গা, ক্রিস জর্ডান, তাসকিন আহমেদ, স্টুয়ার্ড বিনি, মর্নে মরকেল, জস হ্যাজেলউড, ক্রিস ওয়াকস ও ম্যাট হেনরি।

(ওএস/পি/জানুয়ারি ১৩, ২০১৫)