স্পোর্টস ডেস্ক, ঢাকা : মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সৌম্য সরকার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। এবারের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে খেলবে বাংলাদেশ। তবে তরুণ তুর্কী সৌম্য সরকার মনে করেন, ব্যাটিংয়ের বেসিকগুলো ঠিক থাকলে কন্ডিশন বাঁধা হয়ে দাঁড়াবে না। সৌম্য সরকারের ভাষ্য,‘ক্রিকেটের  সব নিয়ম কানুন একই। শুধু উইকেটটা একটু ভিন্ন থাকে। ভিন্ন কন্ডিশনে ব্যাটিং করতে হলে আহামরি কোন পরিবর্তন করার প্রয়োজন হয় না। ব্যাটিংয়ের বেসিকগুলো ঠিক থাকলে অবশ্যই সাফল্য আসবে।’

সিমিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। তবে নিজেকে ব্যাটসম্যান হিসেবে দাবি করছেন সৌম্য। ‘প্রথমে আমি একজন ব্যাটসম্যান। যখন আমি ব্যাট হাতে নেই তখন আমি ব্যাটসম্যান। তখন রান করাই একমাত্র কাজ আমার। তবে দলের প্রয়োজনে যখন বল হাতে নেই তখন আমি বোলার। দলে কি হিসেবে খেলছি তা ভাবতে চাই না। যখন যেই কাজ সেই কাজটা শতভাগ দিয়ে করতে চাই।’

শর্ট বলকে নিজের দূর্বলতা মানলেও সৌম্য জানান, এই মুহুর্তে শর্ট বল নিয়ে কাজ করছেন। যেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাউন্সি কন্ডিশনে কোন সমস্য না হয়। ‘শর্ট বল নিয়ে এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছি। মেশিনগুলোতে শর্ট বল খেলছি। যে সময় হাতে রয়েছে তার মধ্যে দূর্বলতা বের করে তা সমাধানের চেস্টা থাকবে।’

(ওএস/পি/জানুয়ারি ১৩, ২০১৫)