স্পোর্টস ডেস্ক, ঢাকা : কাঁধের ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেলেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। ইনজুরির কারণে ১০ দিনের মতো মাঠের বাইরে থাকবেন ডানহাতি এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইসচার্চে অনুষ্ঠিত প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পান উইলিয়ামসন। এরপর আর মাঠে ফেরা হয়নি তার।

সোমবার এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, কাঁধে চোট পাওয়ার কারণে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকবেন কেন উইলিয়ামসন। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সাত ম্যাচ সিরিজের প্রথম পাঁচটি খেলতে পারবেন না তিনি। যদিও এরই মধ্যে প্রথম ওয়ানডে শেষ হয়েছে। দলটির কোচ মাইক হেসন বলেন, ‘কেন উইলিয়ামসন আমাদের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ইনজুরি থেকে মুক্তি পেতে তাকে সময় দেওয়া উচিত। সামনে বিশ্বকাপ। সে সময়ে তার উপস্থিতি দলের জন্যে একান্ত প্রয়োজনীয়।’

(ওএস/পি/জানুয়ারি ১৩, ২০১৫)