আন্তজার্তিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

তারা আরব আমিরাতের আবু সাগারা এলাকায় একটি গাড়ি পোলিশ করার দোকানে কাজ করতেন ।এ ঘটনার পর ওই ওয়ার্কশপটি বন্ধ করে দেয়া হয়েছে।

গলফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে পুলিশের কাছে ওই দুর্ঘটনার খবর এসে পৌঁছায়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই তিন শ্রমিক দোকানে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করে আল কুয়াইতি হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এদের মধ্যে দু জন বাংলাদেশি এবং বাকি একজন মিশরীয়। তাদের মৃতদেহ পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতদের পরিচয় জানায়নি পুলিশ।

শারজাহ পুলিশ বেশ কয়েকবার এ ধরণের ঝুঁকিপূর্ণ কাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য প্রচারণা চালিয়েছিল। কেননা এই গাড়ি পোলিশের সময় বিষাক্ত ধোঁয়া বা অন্য যে কোনো ধরণের দুর্ঘটনার সম্ভবনা থাকে।

(ওএস/জেএ/মে ০৭, ২০১৪)