রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাট থেকে ১৬২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

উপজেলার পদ্মা নদীর পাড় থেকে বুধবার দুপুরে এ ফেনসিডিল উদ্ধার করে ইউসুফপুর সীমান্ত সংলগ্ন বিজিপি সদস্যরা।

বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার লেপটেন্যান্ট কর্নেল আনোয়ার উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে চারঘাটের ইউসুফপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীর পাড়ে অভিযান চালিয়ে ১৬২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধার ফেনসিডিলের আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা বলেও জানান তিনি।

সেক্টর কমান্ডার আরও জানান, এটিই রাজশাহী বিজিবির সর্বোচ্চ উদ্ধার হওয়া ফেনসিডিলের চালান।

(ওএস/পিবি/জানুয়ারি ১৪, ২০১৫)