স্পোর্টস ডেস্ক, ঢাকা : আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসছে। ঠিক এক মাস পরই পর্দা উঠবে এই বিশ্ব আসরের। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। ইতিমধ্যে অংশগ্রহণকারী ১৪টি দেশ তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।

প্রথম পর্বে মোট ৪২টি ম্যাচের মধ্যে বাংলাদেশের ম্যাচ ৬টি। এর মধ্যে ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচটি অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত হবে। এরপর একে একে পুল ‘এ’ তে থাকা আরো পাঁচটি দেশের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

প্রিয় পাঠক, এবার এক নজরে দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি:

১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম আফগানিস্তান। শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে। ভেন্যু: ক্যানবেরা

২১ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সকাল ৮.৩০ মিনিটে। ভেন্যু: ব্রিসবেন

২৬ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। সকাল ৯.৩০ মিনিটে শুরু হবে খেলাটি। ভেন্যু: মেলবোর্ন

০৫ মার্চ, বাংলাদেশ বনাম স্কটল্যান্ড। এই খেলাটিও শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে। ভেন্যু: নেলসন

০৯ মার্চ, বাংলাদেশ বনাম ইংল্যান্ড। এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে। ভেন্যু: অ্যাডিলেড ওভাল

১৩ মার্চ, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। এই খেলাটি শুরু হবে সকাল ৯.০০ টায়। ভেন্যু: হ্যামিল্টন

এছাড়াও বিশ্বকাপ শুরুর পূর্বে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে টাইগাররা। ৯ ফেব্রয়ারি সিডনির অলিম্পিক পার্ক ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১২ ফেব্রয়ারি একই মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী।

পুল ‘এ’ তে থাকা ৭ দল: অস্ট্রেলিয়া, শ্রীলংকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান ও স্কটল্যান্ড।
পুল ‘বি’ তে থাকা ৭ দল: ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও আরব।

(ওএস/পি/জানুয়ারি ১৪, ২০১৫)