জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের সিরাজপুর গ্রাম থেকে বুধবার জকিগঞ্জ থানা পুলিশ এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত যুবক সিরাজপুর গ্রামের পবিরাম দাসের ছেলে পিন্টু রাম দাস (২১)।

পারিবারিক সূত্রে জানা যায়, পিন্টু রাম দাস ফ্রেস কোম্পানীতে সেলস্ মেন হিসেবে কাজ করত। মঙ্গলবার রাতে সে বাড়ীতে আসে নাই। বুধবার ভোরে গ্রামের লোকজন মাঠে গরু চারাইতে গিয়ে গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খাঁন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

(ওএস/পি/জানুয়ারি ১৪, ২০১৫)