বগুড়া প্রতিনিধি : অবরোধ চলাকালে বগুড়ায় ট্রাকে অগ্নিসংযোগ, ভাংচুর ও এসএস পরিবহনে ককটেল হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলায় ১২ থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ৪৪ জনকে গ্রেফতার ও একটি তাজা ককটেল উদ্ধার করেছে।

জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে নওগাঁ-বগুড়া সড়কে বগুড়ার শহরের চারমাথা এরুলিয়ায় একটি ট্রাকের গ্লাস ভাংচুর ও অগ্নিসংযোগ করে। একই রাতে সদরের গোকুলে অপর একটি ট্রাকে ট্রাকের গ্লাস ভাংচুর করে অগ্নিসংযোগ করে অবরোধ সমর্থকরা। দুটি পৃথক ঘটনায় সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস এর কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একই রাতে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় ও বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় আরো দুটি ট্রাক ভাংচুর করে। বুধবার সকাল সাড়ে ১১ টার সময় শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড়ে এসএ পরিবহন নামের বেসরকারি প্রতিষ্ঠানে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারিরা। এ সময় ইটপাটকেল ছুুঁড়ে কার্যালয়ের গ্লাস ভাংচুর ও এক পথচারির মোটরসাইকেল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। বগুড়া শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, বগুড়া শহরের এরুলিয়া ও গোকুলে ট্রাক ভাংচুরের ঘটনায় তদন্ত চলছে। বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানীকে (৫০) মঙ্গলবার রাতে আদমদীঘি থানা পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলা মঠপুকুরিয়া গ্রামের ওসমানগনি সরদারের ছেলে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়া জেলার ১২ থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে আরো ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

(এএসবি/পি/জানুয়ারি ১৪, ২০১৫)