ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত ও শিবিরের দশ নেতাকর্মীসহ পঁচিশজনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর থানায় ১২ জন, শৈলকুপা থানায় ৩ জন, মহেশপুর থানায় ৪ জন, কালীগঞ্জে ২জন, কোটচাঁদপুরে ২ জন ও হরিণাকুন্ডু উপজেলায় ২ জন রয়েছেন।

গ্রেফতার বিএনপি নেতাদের মধ্যে ঝিনাইদহ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক এনামুল হক মুকুল, ছাত্রদলের কেসি কলেজ শাখার সভাপতি মনিরুজ্জামান মাসুম, আশরাফুল ইসলাম আশা, এনামুল হক, জালাল উদ্দীন, হরিণাকুন্ডুর হাফিজুর রহমান, বদর উদ্দীন ও যুবদল নেতা আলম রয়েছেন। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, নাশকতা সৃষ্টির আশংকায় বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত ও শিবিরের এ সব নেতাকর্মীসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান এই গণগ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবী জানিয়েছেন। এদিকে ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের হরতালের সর্মথনে জেলা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার দুপুরে শহরের সোনালী ব্যাংকের সামনের থেকে ও ফায়ার সার্ভিস এলাকা থেকে যুবদল ও বিএনপি পৃথক পৃথক মিছিল বের করে। মিছিল শেষে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব রণক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ইপিয়ার, ছাত্রদল নেতা মনির প্রমুখ বক্তব্য রাখেন।

(জেআরটি/পি/জানুয়ারি ১৪, ২০১৫)