ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্যানেলের আরও ৮৩ জনকে নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ঝিনাইদহের ৮৩ জন প্রাথমিক শিক্ষক যৌথভাবে এই রিট আবেদন করেন।

রিটের প্রাথমিক শুনানী শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ রুল জারি করেন। সরকারের সংশ্লিষ্টদের ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীদের পক্ষে এ্যাড. বি এম রাফেল ও এ্যাড. মনিরুজ্জামান লিংকন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। রিটকারী শিক্ষকরা জানান, রেজিষ্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০০৯ সালে দরখাস্ত আহ্বান করা হয়। এর পর লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে নিয়োগের জন্য ২০১২ সালের ৯ এপ্রিল মেধা তালিকা প্রকাশ করে। নিয়োগের জন্য মোট উত্তীর্ণ হয় ৪২ হাজার ৬’শ ১১ জন। এর মধ্যে ১০ হাজারের মত নিয়োগ দেওয়ার পর সরকার নিয়োগ বন্ধ করে দেয়। সরকারের এই সিদ্ধাান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ঝিনাইদহের শাহিনুর রহমানসহ ৮৩ জন শিক্ষক এই রিট দায়ের করেন। গত ১৫ ডিসেম্বর একই বেঞ্চ পৃথক ৩টি রিটের চুড়ান্ত নিষ্পত্তি করে ২৬৮ জনকে নিয়োগের নির্দেশ দেন।

(জেআরটি/পি/জানুয়ারি ১৪, ২০১৫)