ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শহরে র‌্যালি বের করা হয়।

বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ গাউসের নেতৃত্বে র‌্যালি শুরু হয়ে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে শিক্ষামেলা উদ্বোধন করেন।

একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বরিশাল বিভাগীয় কমিশনার প্রধান অতিথির বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মেলার ১০টি স্টলে বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে।

(এএম/এসসি/জানুয়ারি১৪,২০১৫)