বড়লেখা প্রতিনিধি :বৃহস্পতিবার(১৫জানুয়ারী) সকালে ২০দলীয় জোটের হরতাল চলাকালীন সময়ে সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভূয়াই বাজার নামক স্থানে রড বোঝাই  ট্রাকে অগ্নি সংযোগ করেছে অবরোধকারীরা।

এসময় ট্রাকের চালক সহ হেলপার আহত হন। আহতদেরকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হযেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদেও সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারী)সকাল পোনে সাতটার দিকে একটি রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রা-ট-১৬- ৯৫০) কুলাউড়া থেকে বড়লেখায় আসার পথে জুড়ী উপজেলার ভূয়াই বাজার নামক স্থানে আসলে হঠাৎ করে মোটরসাইকেল যোগে ১০ থেকে ১২ জন অবরোধকারী ট্রাকে ইট পাটকেল নিক্ষেপ করে । এসময় ট্রাকের চালক রফিক মিয়া (৫০) ও আলমগীর হোসেন (৩০) গাড়ী থেকে নেমে পালাবার সময় অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে তাদেরকে আহত করে। পরে অবরোধকারীরা গাড়িতে পেট্টোল ছিটিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় । খবর পেয়ে পুলিশ ও কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত ট্রাক চালক ও হেলপারকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

(এলএস/এসসি/জানুয়ারি১৫,২০১৫)