আন্তজার্তিক ডেস্ক : অবশেষে থাইল্যাণ্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে অপসারণ করা হলো। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দেশটির সাংবিধানিক আদালত তাকে ক্ষমতাচ্যুত করে। এই আদালতেই ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিচার চলছিল।

গতকাল মঙ্গলবার শেষ বারের মতো ইংলাক সিনাওয়াত্রা আদালতে তার বক্তব্য উপস্থাপন করেন। পরে আজ রায়ের জন্য দিন ধার্য করা হয়। এর মধ্যদিয়ে দেশটি আরো গভীর সংকটে পড়লো বলে ধারণা করা হচ্ছে। আগের দিন মঙ্গলবার সকালে ইংলাক সিনাওয়াত্রা আদালতে হাজির হয়ে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। শান্ত ও ধীরস্থির ভঙ্গিতে তিনি বলেন, ‘আমি কোনো আইন ভঙ্গ করিনি।’

ইংলাকের বিরুদ্ধে একদল সিনেটরের আনিত এ অভিযোগে বলা হয়, ২০১১ সালে নির্বাচনে জেতার পর ইংলাক তার দলের সুবিধার জন্য তৎকালীন জাতীয় নিরাপত্তা প্রধান থাউইল প্লিয়েনস্রিকে সরিয়ে দেন।

সাংবিধানিক আদালত প্রধান চারুন ইন্তাচান বলেন, ‘মামলা নিষ্পত্তিতে নিযুক্ত নয় সদস্যের বেঞ্চ পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করেছে।

(ওএস/এটি/মে ০৭, ২০১৪)