টাঙ্গাইল প্রতিনিধি : মির্জাপুর উপজেলার বংশী নগর সূর্য্য তরুণ স্কুলের প্রধান শিক্ষকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও পূনর্বহালের দাবিতে মানব বন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসী।বুধবার দুপুরে বংশী নগর স্কুল মাঠে এ মানব বন্ধনের আয়োজন করা হয়।

এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন আল আজাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ ম্যানেজিং কমিটির বাতিল এবং প্রধান শিক্ষক পদে পূনর্বহালের দাবি জানায়।

মানব বন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক এস এম আলী আকবর, আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম, সিরাজ আলী, অষ্টম শ্রেণীর ছাত্রী নুপুর ও সুমী আকতার প্রমুখ।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি ওই স্কুলের প্রধান শিক্ষকের নামে মিথ্যা মামলা করা হয়। এরপর থেকেই স্কুলের সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আসছে। এতে করে ওই স্কুলের কমলমতি প্রায় সাড়ে ৩’শ ছাত্র-ছাত্রীর লেখা পড়া অনিশ্চিত হয়ে পড়েছে।

(এমএনইউ/জেএ/মে ০৭, ২০১৪)