বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে ২০ দলের ডাকা হরতাল। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও অফিস আদালত খোলা ছিল। ব্যাংক বীমা অফিসে যথারিতি লেনদেন হয়েছে। শহরের রিক্সা, অটো চার্যার চলাচল করেছে, এছাড়া মহাসড়কে পুলিশি প্রহরায় দুরপাল্লার যান চলাচল অব্যহত রয়েছে।

শহরে হরতাল বিরোধি বিশাল মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। বেলা সাড়ে ১২ টায় মিছিল শহর প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, ডা: মকবুল হোসেন, রফিনেওয়াজ খান রবিন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, আমিনুল ইসলাম ডাবলু, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো। অপরদিকে সকালে শহরের শেরপুর রোডে হরতালের সমর্থনে মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।

এতে জেলা বিএনপির সহ সভাপতি আলী আজগর হেনা, জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, বগুড়া জেলায় বৃহস্পতিবার ভোর পর্যন্ত পুলিশের অভিযানে ভাঙচুর, নাশকতা মামলার ১৬ আসামীসহ বিভিন্ন মামলায় ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

(এএসবি/এএস/জানুয়ারি ১৫, ২০১৫)