আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় প্রাচীন দু’শ বছরের পুরনো ঐতিহ্যের ধারক মারবেল খেলার মেলা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। পঞ্জিকা মতে, প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে মারবেল খেলাকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে বসে বিস্তীর্ণ এলাকায় করা হয় মেলার আয়োজন। মেলায় শুধু আগৈলঝাড়া উপজেলার জনগন নয়, পাশ্ববর্তি কোটালীপাড়া, উজিরপুর, কালকিনীনহ বিভিন্ন উপজেলার সকল বয়সের হাজার-হাজার নারী-পুরুষ ও শিশুরা মেলায় অংশগ্রহন করে।

আয়োজকরা জানান, প্রতিবছর পৌষ সংক্রান্তিতে বাস্ত পূজা উপলক্ষে দু’শ বছরের অধিক সময় পর্যন্ত এ গ্রামে মারবেল খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মারবেল খেলার মূল রহস্য সম্পর্কে স্থানীয় প্রবীন ব্যক্তিরাও সঠিক কোন ইতিহাস বলতে না পারলেও তাদের কতিথ মতে, বাপ-দাদারা এ খেলার আয়োজন করে আসছিল বিধায় তাদের উত্তরসূরীরা এখনও প্রতিবছর এখেলার আয়োজন করছেণ। সাথে বসছে মেলা।

এদিনটিকে ঘিরে মেলার আগে ও পরে ওই গ্রামে মহা উৎসবের আমেজ বিরাজ করতে দেখা গেছে। স্থানীয়রা তাদের মেয়ে-জামাতাকে পর্যন্ত এ মেলায় মার্বেল খেলার জন্য আমন্ত্রন জানান। ওই দিন চিড়া, মুড়ি, খেজুর রসের গুড়ের পিঠা খাওয়ার ধুম পড়ে এ ওই এলাকায়।

এবছরও মেলার প্রধান আকর্ষণ হিসেবে দেখা গেছে মারবেল খেলার প্রতিযোগতা। সরেজমিনে দেখাগেছে, প্রায় ৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলা। রাস্তার ওপর, বাড়ির আঙ্গিনায়, পান বরজ, অনাবাদি জমি, বাগান সহ সর্বত্রই মার্বেল দেখা গেছে মার্বেল খেলা। সাথে বসেছে মেলা। বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে দেকানীরা। মেলার প্রধান আকর্ষণ মারবেল খেলা। শিশু থেকে শুরু করে কিশোর, কিশোরী, যুবক-যুবতীসহ ৮০ বছরের বয়োবৃদ্ধরাও অংশগ্রহন করেন মার্বেল খেলায়। দিনব্যাপি খেলা ও মেলার আয়োজন হলেও মেলা বন্ধ হওয়ার পরেও খেলা চলে প্রায় সপ্তাহ প্রর্যন্ত। এছাড়াও বাস্ত পূজা উপলক্ষে স্থানীয় মন্দিরে পূর্জা-অর্চনারও আয়োজন করা হয়। মেলা উপলক্ষে ওই গ্রামের নিকট আত্মীয়-স্বজনসহ দূরদূরান্ত থেকে হাজারো লোকজনের সমাগম ঘটেছে।

(টিবি/এএস/জানুয়ারি ১৫, ২০১৫)