বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার দৈনিক সমকাল প্রতিনিধি পংকজ মণ্ডলের চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করে  প্রায় লক্ষাধিক টাকার মাছ লুেট নিয়েছে দূবৃর্ত্তরা।

এছাড়া ওই চিংড়ি ঘেরের অনেক মাছ ক্ষতি হয়েছে বলে জানাগেছে। বুধবার গভীর রাতে চিতলমারী উপজেলা শ্যামপাড়া গ্রামে এঘটনা ঘটে।

সাংবাদিক পংকজ মণ্ডল বলেন, আমার একটি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ লুটে নেয় দূবৃর্ত্তরা। বৃহস্পতিবার সকালে চিংড়ি ঘেরে বিষক্রিয়ায় প্রচুর মরা মাছ ভেসে থাকতে দেখা যায়। এতে আরও অনেক টাকার মাছ নষ্ট হয়ে গেছে। এছাড়া ওই একই রাতে পাশের রাম বৈরাগী ও নেয়ামত মীরের আরো দুইটি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন ও চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চিংড়ি চাষীদের মধ্যে হতাশা ও চুরির আতঙ্ক দেখা দিয়েছে।

একাধিক চিংড়ি চাষী জানান, এলাকায় পুরোদমে যাত্রা-জুয়া চলছে মাদকাসক্ত একটি গ্র“প নেশার টাকা ও জুয়া খেলার খরজ যোগাতে চিংড়ি ঘেরে বিষসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। তাদের পক্ষে এ ধরণের কাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার বলেন, এই কর্মকান্ডের সাথে জড়িতদের খুঁজে আটকের ব্যবস্থা করা হচ্ছে

(একে/এসসি/জানুয়ারি,২০১৫)