স্টাফ রিপোর্টার, ঢাকা : জীবন বাঁচানোর তাগিদে প্রয়োজনে অস্ত্র ব্যবহার করা হবে বিজিবি মহাপরিচালকের এমন বক্তব্যকে ‘এখতিয়ার বহির্ভূত ও আইনপরিপন্থি’ বলে অভিহিত করেছে বিএনপি। একই সঙ্গে এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত স্থায়ী কমিটির এক বিবৃতিতে দলের এই অবস্থানের কথা জানানো হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদের বক্তব্যের প্রায় ৬ ঘণ্টা পর বিএনপির পক্ষ থেকে এই বক্তব্য এলো।

এর আগে দুপুরে পিলখানায় এক সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহম্মেদ বলেন, ‘বিজিবি মানুষ হত্যা করতে চায় না। সে ধরনের নির্দেশও বিজিবির ওপর নেই। তবে মানুষ হত্যা করতে দেখলে এবং নিজে আক্রান্ত হলে জীবন বাঁচানোর তাগিদে যেকোনো আক্রমণ প্রতিহত করবে। আক্রান্ত হলে সে নিজের অস্ত্র ব্যবহার করতে পারবে, এটা তার অধিকার। মনে রাখতে হবে বিজিবির হাতে থাকা সব অস্ত্রই প্রাণঘাতী।’

(ওএস/অ/জানুয়ারি ১৫, ২০১৫)