চট্টগ্রাম প্রতিনিধি : বৃহস্পতিবার রাতে মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক অটোরিকশা চালক। উপজেলার বারইয়াহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনে ঢাকামুখী কাভার্ড ভ্যান ও বিপরীত দিক থেকে অাসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত হন ইসমাঈল হোসেন (৪০) নামের ওই সিএনজি অটোরিকশা চালক।

দুর্ঘটনার পরপরই আহত সিএনজি চালক ইসমাইলকে উদ্ধার করে প্রথমে কমফোর্ট হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেকান্দর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং উল্টে যাওয়া কাভার্ড ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে।

তিনি আরো জানান, নিহত সিএনজি চালক ইসমাঈল ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকার আলোকদিয়া গ্রামের ইউসুফ মাঝির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কাভার্ডভ্যানটি লক্ষ্য করে রাস্তার পশ্চিমপাশ থেকে অবরোধের সমর্থনকারীরা বড়বড় পাথর ছোঁড়ে। প্রাণ বাঁচাতে কাভার্ডভ্যান চালক দ্রুতগতিতে স্থান ত্যাগ করার সময় সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

(ওএস/এটিআর/জানুয়ারি ১৬, ২০১৫)