রংপুর প্রতিনিধি : জেলার মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে যাত্রী নিহত ও আহত হওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের ৭ কর্মীসহ ৫০ জনকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশের কন্ট্রোল রুম ইনচার্জ নুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে উপজেলার জায়গীরহাট বাতাসন এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মারে দুর্বৃত্তরা। এতে ৫ জন যাত্রী নিহত ও ২০ জন যাত্রী আহত হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ মিঠাপুকুর থেকে ৩ জন, পীরগাছা থেকে ৪ জন জামায়াতকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করেছে বলে জানান ইনচার্জ নুর ইসলাম।

এদিকে, শুক্রবার সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শনে আসছেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক ও র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমদ। হেলিকপ্টারযোগে মিঠাপুকুর কলেজ মাঠে এসে পৌঁছাবেন তারা। সেখান থেকে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি হুমায়ুন কবীর।

তিনি বলেন, এ ছাড়া জেলার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিবেন যোগ দিবেন বলে পুলিশের আইজিপি ও র‌্যাব মহাপরিচালক।

(ওএস/এটিআর/জানুয়ারি ২৬, ২০১৫)