মাগুরা প্রতিনিধি : জেলা শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ৩০ জনের নামে বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, গত বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া বাজারের ব্রীজের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় বুধবার রাতেই থানার সহকারী উপ পরির্দশক (এএসআই) লিটন কুমার দাস বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাফ্ফর হোসেন টুকু (৫২), ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা ইব্রাহীম আলী বিশ্বাস (৪০), আমিনুর রহমান (৪৫), ফরিদ উদ্দিন (৪৮), গুলজার মোল্যা (৫০), ফারক হোসেন (২৪), মুন্সী নয়নুজ্জামান নয়ন (৩০) ও শুকুর মোল্যা (৩০) সহ ৩০ জন ও অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা করা হয়েছে।

এর মধ্যে পুলিশ গুলজার ও শুকুর মোল্যাকে আটক করলেও বাকিরা পালিয়ে বেড়াচ্ছে বলে জানান।

(ডিএস/এটিআর/জানুয়ারি ১৬, ২০১৫)