রাজবাড়ী প্রতিনিধি : বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা সিভিল সার্জনের সহযোগিতায় বুধবার সকালে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রহিম বক্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন এমওসিএস ডা. আব্দুল্লাহ আল সাইফ, ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের মনিটরিং অফিসার স্বপন কুমার মণ্ডল, সূয্যকান্ত প্রামাণিক, মোকাররম মঞ্জুরা প্রমুখ। জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুর পুষ্টির জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই। জন্মের পর ছয় মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবেনা।
(এসএসসি/এএস/মে ০৭, ২০১৪)