ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রলীগের দু’দলে মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ব্যাপক উত্তেজনার ঘটনায় ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মো. সাইফুজ্জামান রুবেল জখমসহ অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার সাড়ে ৪ টার দিকে সদরের স্কুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুবেল রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি এবং অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পরে উত্তেজনা থানার সামনের এলাকায় ও পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসহ আশপাশে ছড়িয়ে পড়লে উপজেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, গত ১২/১০/২০১৪ তারিখের কমিটি বিলুপ্ত করে ১২/০১/২০১৫ তারিখে জেলা ছাত্রলীগ মোঃ আহসান হাবীব রুবেলকে সভাপতি ও আব্দুল্লাহ আল হাসান বাপ্পি মৃধাকে সেক্রেটারি করে ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি নেতাকর্মীরা কেন্দ্র ও জেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে উপজেলার বাইপাস এলাকার আ’লীগের অফিস থেকে আনন্দ র‌্যালি বের করে। র‌্যালি বের করার পর পুলিশ কয়েক দফা বাধা দিলেও তা উপেক্ষা করে র‌্যালিটি স্কুল মার্কেট এলাকায় এলে সম্প্রতি বিলুপ্ত ঘোষিত কমিটির নেতাকর্মীরা বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান জানান, এখনও উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

(এসএএস/পি/জানুয়ারি ১৬, ২০১৪)