নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জাতীয় পার্টির দু-গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দুই যুগ্ম-সম্পাদক আহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে ওয়ার্ড জাতীয় পার্টির এক কর্মীকে মারপিট করাকে কেন্দ্র করে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওয়ার্ড কমিটি গঠন করা নিয়ে পৌর জাপার আহবায়ক প্রভাষক মাসুদ পারভেজ রানা ও যুগ্ম-আহবায়ক নজরুল ইসলামের দ্বন্দ্ব হয়ে আসছিল।

পাল্টাপাল্টি ওয়ার্ড কমিটি দিয়েছেন তারা। এনিয়ে দু-গ্রুপে চরম উত্তেজনা চলছিল। একপর্যায়ে শুক্রবার সকাল ১০টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় পৌর জাপার আহবায়ক মাসুদ পারভেজ রানা সমর্থিত ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম সমর্থিত ওয়ার্ড কর্মী মাসুদ রানাকে মারপিট করে। বিষয়টি ওয়ার্ডের অন্যান্য কর্মীরা জানতে পারলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। দুপুর ১২ টার দিকে পৌর জাপার যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম সমর্থিত নেতাকর্মীরা একত্রিত হয়ে আহবায়ক মাসুদ পারভেজ রানা সমর্থিত কর্মীদের ধাওয়া করে। এসময় উভয় পক্ষের মারপিটে দুজন আহত হয়েছে। আহতরা হলেন- নজরুল ইসলাম সমর্থিত ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক বাদশা মিয়া ও মাসুদ পারভেজ রানা সমর্থিত যুগ্ম-সম্পাদক আব্দুল মতিন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

(এমএনআই/পি/জানুয়ারি ১৬, ২০১৪)