স্পোর্টস ডেস্ক, ঢাকা : আইসিইউতে রাখা হয়েছে বাংলাদেশ হকির জীবন্ত কিংবদন্তী জুম্মন লুসাইকে। তিনি শুক্রবার আবাহনী ক্লাবে নিজের কক্ষে সকালে কয়েকবার বমি করেন। কিন্তু বিষয়টিকে গুরুত্ব দেননি। বিকেলে আবারও কয়েকবার বমি করে অজ্ঞান হয়ে যান।

এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তাররা জানান, বিশ্ব একাদশের হয়ে খেলা খ্যাতিমান হকি তারকা স্ট্রোক করেছেন। তার শারীরিক অবস্থা বেশ গুরুতর। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। জুম্মন লুসাই বাংলাদেশের হকির কিংবদন্তিসম খেলোয়াড়। তার নামের সঙ্গে যুক্ত আছে অনেক খ্যাতি ও কৃতিত্ব। তিনিই প্রথম বাংলাদেশি খেলোয়াড়, যিনি হকিতে হ্যাটট্রিক করেছিলেন। ১৯৮৫ সালে খেলেছিলেন বিশ্ব হকি একাদশে। তাকে বাংলাদেশের পেনাল্টি বিশেষজ্ঞ বলা হতো। ১৯৮২ সালে জাতীয় দলে তার অভিষেক হয়। ১৯৮৯ সালে এশিয়া কাপে তিনি শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। এরপর অবসরে যান। কিন্তু আবাহনী ক্লাবের হয়ে ১৯৯৬ সাল পর্যন্ত খেলেন। এরপর সব ধরনের হকি থেকে অবসর নেন। বেছে নেন কোচিং পেশা। যুক্ত হন আবাহনী লিমিটেডের কোচিং দলের সঙ্গে।

(ওএস/পি/জানুয়ারি ১৭, ২০১৫)