স্পোর্টস ডেস্ক, ঢাকা : ক্রিকেটের সব ফরম্যাটেই স্লেজিংয়ের মাত্রাটা বেড়েই চলেছে দিন দিন। বিশেষ করে সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া-ভারত টেস্ট চলাকালীন সময়ে স্লেজিংকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিচ্ছিন্ন কতগুলো ঘটনা ভাবিয়ে তুলেছে ক্রিকেটের কর্তা সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকেও(আইসিসি)। তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তাঁরা।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপ যেন একটি ‘ফেয়ার প্লে’ টুর্নামেন্ট হয়, সে কারণে স্লেজিংয়ের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইসিসি। ইতিমধ্যেই তাঁরা টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে অফিসিয়ালি কড়া ভাষায় চিঠি পাঠিয়েছে তাঁরা। এতে বলা হয়েছে, যদি খেলা চলাকালীন কোন ক্রিকেটার শৃঙ্খলা বহির্ভূত কোন কাজ করেন, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে টেস্ট খেলুড়ে নয়টি দেশসহ মোট ১৪টি দেশ অংশ নিচ্ছে।

(ওএস/পি/জানুয়ারি ১৭, ২০১৫)