মদন (নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার শহীদ কদ্দুছ মগড়া সেতু সংলগ্ন পশ্চিম পার্শ্বে অপরিকল্পিত ভাবে পুকুরের পানি নিষ্কাশন করায় নদীর পাড় ভেঙ্গে সেতুটি এখন হুমকির মুখে পড়েছে।

জানা যায়, জাহাঙ্গীরপুর গ্রামের সুরাপ মিয়ার পুকুরে বালু উত্তোলণের জন্য পুকুরের পানি অপরিকল্পিত ভাবে শহীদ কদ্দুছ মগড়া সেতু সংলগ্ন মাটি কেটে নদীতে পানি ছেড়ে দেওয়ায় পাড় ভেঙ্গে সেতুটি এখন হুমকির মুখে।

মাস ব্যাপী এই পানি নিষ্কাশন করায় সেতুর গোড়ায় ব্যাপক ফাটল ও গর্তের সৃষ্টি হচ্ছে।

বালু ব্যবসায়ী সুরাপ মিয়ার ছেলে রুক্তন মিয়া পুকুর থেকে পানি নিষ্কাশনের সত্যাতা স্বীকার করে বলেন, সেতুর গোড়ায় এভাবে মাটি ফাটল দেখা দিবে তা আমাদের জানা ছিল না। তবে
দ্রুত পানি ছাড়ার ড্রেনটি বন্ধ করে দিব।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হায়দার আলী মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়টি এলজিইডির একতিয়ারে নেই তবে সড়ক ও জনপদ বিভাগে যোগাযোগ করুন।

(এএমএ/এসসি/জানুয়ারি,২০১৫)