বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের মাটিডালি মোড়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, ট্রাকে অগ্নিসংযোগ করেছে ২০ দলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ফাকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা যায়, গতকাল শনিবার সকাল ১০ টায় হঠাৎ করে মিছিল বের করে জেলা ২০ দলের নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ পুলিশ সেখানে উপস্থিত হলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ৪/৫টি ককটেল বিস্ফোরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। পরে অভিযান চালিয়ে সেখান থেকে বগুড়া সদর উপজেলা বিএনপির সহ সভাপতি নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ ১৪ জনকে আটক করে।

এরপর দুপরে শহরের ঝোপগাড়ী এলাকায় চিনি বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে ২০ দলের নেতাকর্মীরা। এসময় পলিশ অবরোধ সমর্থকদের ধাওয়া করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। শহরের মাটিডালি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে।

(এএসবি/এসসি/জানুয়ারি,২০১৫)