নওগাঁ প্রতিনিধি : আদিবাসীদের ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শনিবার দুপূরে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে আদিবাসী ছাত্র পরিষদ।

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ব্রজবন গ্রামের আদিবাসী গৃহবধু বুলো পাহানকে ধর্ষন ও রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামের আদিবাসী ওপর নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় এই মানববন্ধন করা হয়। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাকালব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এতে নেতৃত্ব দেন আদিবাসী পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি আমিন কুজুর।

এ সময় বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, ওয়ার্কাস পাটি নওগাঁ শাখার সাধারণ সম্পাদক শহীদ হাসান সিদ্দিকী স্বপন, বাসদের নওগাঁ জেলার সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রতন সাহা রঘু প্রমুখ।

(বিএম/অ/জানুয়ারি ১৭, ২০১৫)