নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মেঘনা তীরবর্তী বিবিনশাহর ঘাটে ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে মা, মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

 

শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- মোর্শেদা বেগম (২৫), তার মেয়ে সুবর্ণ (০৮) ও সুফিয়া বেগম (৫৫)।

আহতরা হলেন, এলাচি বেগম, স্বজল, ফেরদৌসি, সুমি, জোসনা, মাহমুদা মোরশেদা, মাহমুদা, মারিয়াম ও সুফিয়া নামে ১০ জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে বাকি আহত নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে নরসিংদী থেকে চরদিঘলদীগামী যাত্রীবাহী নৌকাটি রওয়া হলেই পানিতে ডুবে যায়।

এসময় আশপাশের মাঝি ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। যাত্রীরা জানায় অতিরিক্ত কাঠ ও মালামাল বোঝাই করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আবুল কাশেম জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অতিরিক্ত মালামাল বোঝাই করার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে।

(ওএস/এটিআর/জানুয়ারি ১৭, ২০১৫)