নাটোর প্রতিনিধি : পূর্ব শত্রুতার জেরে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ গ্রামের আব্বাস গাজীর পুকুরে বিষ প্রয়োগে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ গ্রামের আফজাল গাজীর ছেলে আব্বাস গাজী দীর্ঘদিন ধরে হাপানিয়া এলাকার কদম বিলে ৪ বিঘার একটি পুকুরে মাছ চাষ করে আসছে। এই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হাপানিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে তৈয়ব আলীর সাথে দীর্ঘদিন ধরে আব্বাস গাজীর বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে তৈয়ব আলীসহ ৪/৫ জন যুবক আব্বাস গাজীর চাষকৃত পুকুরে গ্যাস ট্যাবলেট ও বিষ দিয়ে মাছ মেরে ফেলে। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। এব্যাপারে আব্বাস গাজী বাদী হয়ে তৈয়ব আলীসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় একটি মামলা রুজু করে।

নলডাঙ্গা থানার ওসি নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

(এমআর/পি/জানুয়ারি ১৭, ২০১৫)