স্পোর্টস ডেস্ক, ঢাকা : ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া মাতিয়েছিলেন তাসকিন আহমেদ। সেবার যুবাদের বিশ্বকাপে তাসকিন ছিলেন বাংলাদেশের সফলতম বোলার ও টুর্নামেন্টের অন্যতম সেরা পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে ৬ ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। যুবাদের বিশ্বকাপে তাসকিন নিজের জাত চিনিয়েছেন। এবার বড়দের টুর্নামেন্টেও একই লক্ষ্য তার। তিনি জানিয়েছেন, আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপে ভালো কিছু করে আলোচনায় আসতে চান তিনি।

ডানহাতি এই পেসারের ভাষ্য, ‘বিশ্বকাপকে ঘিরে সবারই স্বপ্ন থাকে। সেই স্বপ্ন এখন বাস্তব হওয়ার পথে। যদি সুযোগ হয় নিজের সর্বোচ্চটুকু হওয়ার চেষ্টা করবো এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চাইব। সবাই যেন বলে, বাংলাদেশের এই পেসারটা বেশ ইম্প্রেসিভ।’ নিজের লক্ষ্য সম্পর্কে তাসকিন বলেন, ‘বিশ্বকাপের সেরা ১০ বোলারের মধ্যে থাকতে চাই।’ তবে কাজটা যে এতোটা সহজ নয়, সে সম্পর্কেও অবগত তাসকিন। তরুণ এই পেসার আরো বলেন, ‘বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো জায়গায় বোলিং করা। আমি সেই কাজটি করার চেষ্টা করবো। তবে এখানে উইকেটও অনেক ভূমিকা পালন করবে। কারণ অনেক সময় ভালো বোলিং করেও উইকেট পাওয়া যায় না। তাই ভালো গতিতে বোলিংও করতে হবে।’

নিজের প্রস্তুতির কথা জানিয়ে তাসকিন বলেন, ‘আমরা নেটে এবং স্পট বোলিং করছি। টাইট একটা প্র্যাকটিস সিডিউল আছে। সেই অনুযায়ী কাজ করছি। আমার শক্তির জায়গায় বেশি করে কাজ করছি। আউটসুইংটা নিয়েও কাজ করছি। ধারাবাহিকভাবে উইকেট টু উইকেট বোলিং করতে পারলে সাফল্য আসবে।’

(ওএস/পি/জানুয়ারি ১৭, ২০১৫)