বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, পেট্রোল বোমা হামলা, ককটেল ছুড়ে নিরিহ মানুষদের হত্যা করে একটি নির্বাচিত সরকারকে হটানো যায় না। নাশকতাবাদী ও সন্ত্রাসীদের সঙ্গে আওয়ামী লীগের কোনো দিনই সংলাপ হবে না।

হরতাল-অবরোধের নামে যাঁরা মানুষ হত্যা করে, তারা কোনো রাজনৈতিক দল নয়, আসলে তারা রাজনীতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সাধারণ মানুষের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করছে, যা করুণ ও বেদনাদায়ক এবং চরম নিন্দনীয়। যারা মানুষের জন্য রাজনীতি করে বলে বিভিন্ন জায়গায় ‘বুলি আওড়ায়’ তারা ইতোমধ্যে ২৫ জন মানুষকে হত্যা করেছে। আসলে তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা দেশ ও জাতির শক্র। ‘রাজনীতি করে না এমন সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে জঘন্য কাজ করেছে।

সারাদেশে বিএনপি জামায়াত জোটের হরতাল-অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে শনিবার বেলা ১২ টায় বগুড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

দলীয় কার্যালয়ের সামনে আরো বক্তব্য রাখেন প্রদীপ কুমার রায়, এড. আমান উল্লাহ, এড. তবিবর রহমান তবি, এড. শফিকুল আলম আক্কাস, আবুল কাশেম ফকির, এএইচ আজম খান, রফি নেওয়াজ খান রবিন, অধ্যাপক রফিকুল ইসলাম, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, এড.জাকির হোসেন নবাব, শাহাদত হোসেন শাহীন, শামীম চৌধুরী, ওবায়দুল হাসান ববি, মিজানুর রহমান বকুল, সুলতান মাহমুদ খান রনি, আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, সাজেদুর রহমান সাহীন, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, আব্দুস সালাম, জুলফিকার রহমান শান্ত, রুহুল আমিন বাবুল, আসলাম হোসেন, দিলরুবা আমিনা আক্তার সুইট প্রমুখ।

(এএসবি/এসসি/জানুয়ারি১৭,২০১৫)