গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধি :ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই গোষ্ঠির দীর্ঘ দিনের বিরোধের জের ধরে আবারো দফায় দফায় সংর্ঘর্ষ হয়েছে। সংঘর্ষে  উভয় পক্ষের আহত হয়েছে অন্তত ২০ জন। এদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, স্থানীয় খাঁ ও সর্দার গোষ্টীর মধ্যে দীর্ঘ দিন যাবত চরম বিরোধ চলে আসছে। পুর্ব বিরোধের জের ধরে দুই গোষ্টীর মধ্যে গতকাল শনিবার সকাল ১০টার দিকে আবারো ভযাবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের উপর হামলা চালায়।এ সংঘর্ষে সর্দার গোষ্টীর পলাশ,নুরু মিয়া,কামাল হোসেন,আলমগীর হোসেন, খাঁ গোষ্টীর বদরুল খাঁ, বিপুল মিয়া, আজিম খা, ফোরকান উদ্দীন, নাজিম উদ্দীন সহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ঘন্টাব্যাপী সংঘর্ষের পর পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এ দুই গোষ্টীর মধ্যে এ পর্যন্ত অন্তত ৬/৭ দফা সংর্ঘর্ষ হয়েছে।পুর্বেও প্রতিবার সংর্ঘর্ষে অন্তত ২০/২৫ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানান।

এ রিপোর্ট লেখা পযন্ত আবারো সংঘর্ষের আশঙ্কায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে পাগলা থানার ওসি বদরুল আলম খাঁন জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক , এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

(আরআইকে/এসসি/জানুয়ারি১৭,২০১৫)