গাজীপুর প্রতিনিধি : বিশ্ব ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। দেশ-বিদেশের লাখো মুসল্লির অংশগ্রহণে রবিবার বেলা সোয়া ১১টায় মোনাজাত শুরু হয়।

মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের শীর্ষ বিশিষ্ট মুরব্বি দিল্লির হজরত মাওলানা মুহাম্মদ সা’দ। বাদ ফজর থেকেই তিনি বয়ান করেন।

১৬ জানুয়ারি শুক্রবার আম বয়ান দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের ইজতেমা। হরতাল-অবরোধে প্রথম পর্বে মুসুল্লিদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও এখন জনসমুদ্রে পরিণত হয় টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা।

শনিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসুল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। টঙ্গীর ইজতেমা ময়দান ছাড়াও আশপাশে প্যান্ডেলে জায়গা না পেয়ে নিজ উদ্যোগেই পলিথিন টানিয়ে ইজতেমায় শরিক হয়েছেন মুসুল্লিরা।

আখেরি মোনাজাতে অংশ নিতে রবিবার ভোররাত থেকে যানবাহন শূন্য সড়ক-মহাসড়ক ও নদীপথে টুপি পাঞ্জাবি পরা মানুষের বাঁধভাঙ্গা জোয়ার শুরু হয়। চারদিকে যত দূর চোখ যায় মানুষ আর মানুষ। সকাল ৮টার মধ্যে গোটা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না।

(ওএস/এটিআর/জানুয়ারি ১৮, ২০১৫)