শেরপুর প্রতিনিধি : ‘পাঁচ বছরের কম বয়সে, সকল শিশু বাঁচবে হেসে’-এ শ্লোগানে শিশুর পুষ্টি উন্নয়নে শেরপুরে সপ্তাহব্যাপী শিশু স্বাস্থ্য প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। ‘গ্লোবাল ডে ফর অ্যাকশন অন নিউট্রিশন’ উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ এ প্রচারভিযান চালায়। পহেলা মে থেকে ৭ মে পর্যন্ত শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় সভা-সেমিনার ও নানা অনুষ্ঠানের মাধ্যমে এ প্রচারাভিযান চালানো হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্বেচ্ছাসেবক, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মী, স্থানীয় ওয়াশ কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের মধ্যে শিশু ও মাতৃ মৃত্যুরোধ এবং পুষ্টি সম্পর্কে নানা সচেতনমুলক বার্তা প্রচার করা হয়।

৭ মে বুধবার শ্রীবরদীর কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দিনের সভাপতিত্বে শিশুদের অংশ গ্রহণে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শিশু স্বাস্থ্য প্রচারাভিযান কর্মসূচীর এক মনোজ্ঞ ডিসপ্লে ও আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন শ্রীবরদী এডিপি'র ব্যবস্থাপক সেবাস্টিয়ান পিউরিফিকেশন। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে জেলা আ’লীগ সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, এসএমসি সভাপতি শাহ মুস্তাকিম বিল্লাহ শিবলী, ঝান্ডা মৃ, জেমস উজ্জ্বল শিকদার, কাকিলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হক প্রমূখ বক্তব্য রাখেন ।


(এইচ/অ/মে ০৭, ২০১৪)