স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর নিরাপত্তার অংশ হিসেবে রবিবার সকাল থেকেই কার্যালয়ের সামনে বসানো হয়েছে ডিএমপির ক্যামেরা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরারা পাশাপাশ ডিএমপি থেকে একটি ক্যামেরা গুলশান কার্যালয়ের সামনে বসানা হয়েছে। ডিএমপির পুলিশ কন্সটেবল কামরুল আহসান ক্যামরাটি পরিচালনা করছেন।

তবে পুলিশের সাথে এ ব্যাপারে কথা বলতে চাইলে তারা অপারগতা প্রকাশ করেন। পাশাপাশি রবিবার সকাল থেকেই গুলশান এলাকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে।

এদিকে শনিবার দিনগত রাত ১১টা ৪০ মিনিটে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তালা মারা হলেও রবিবার সকাল থেকেই প্রধান ফটকে তালা দেখা যায়নি। কথন তারা খুলে ফেলা হয়েছে এ ব্যাপারে পুলিশের কাছ থেকে কোন তথ্য পাওয়া যায় নি।

(ওএস/এটিআর/জানুয়ারি ১৮, ২০১৫)