ভোলা প্রতিনিধি : বরিশাল বিভাগে ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিনে ভোলায়   দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, চরনোয়াবাদ এলাকা থেকে পিকেটিংকালে ছয়জনকে আটক করেছে পুলিশ।

সকাল থেকেই জেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে দূরপাল্লার বাস।

জানা গেছে, সকালে ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। এছাড়াও ইলিশা এলাকায় একটি মালবাহী ট্রাককে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তারা পালিয়ে যায়।

এছাড়া চরনোয়াবাদসহ বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে নেতাকর্মীরা। এসময় পুলিশ ওই স্থান থেকে ছয়জনকে আটক করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, হরতালে সহিংস ঘটনার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেনি।

(ওএস/পিবি/জানুয়ারি ১৮, ২০১৫ )