কুষ্টিয়া প্রতিনিধ : কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসীরা একটি সংখ্যালঘুর বাড়িতে হামলা চালিয়ে ডলি প্রসাদ দত্ত (৪৫) নামের এক গৃহবধূকে আহত করেছে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে স্থানীয় মিরপুর থানা পুলিশ আটক করে এবং আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক সন্ত্রাসীদের ব্যবহৃত একটা নীল রংয়ের জ্যাকেট ও একটা হাতুড়ী উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার চিথলিয়া ইউনিয়নের বাগানপাড়া গ্রামের মৃত ইউনুচ মিস্ত্রীর ছেলে সোহেল (২৫), মৃত রামগোপাল মালাকারের ছেলে সুজিত কুমার মালাকার (৪৮), বিশু মন্ডলের ছেলে নয়ন মন্ডল (২৫), সোনা মিস্ত্রীর ছেলে রানা (২৪) এবং ঘটনার মূলহোতা হামজার ছেলে সোহেল (৩২)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের জিঙ্গাসাবাদ চলছে।
আজ রবিবার দুপুরে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য শুক্রবার রাত ১০ টার দিকে সন্ত্রাসীরা এ সংখ্যালঘুর বাড়িতে হামলা এ ঘটনা ঘটিয়েছে।
ডলি প্রসাদ মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গাজী মোড়ের শ্যামা প্রসাদ দত্তের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে একদল সন্ত্রাসী বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে ওই বাড়িতে হামলা চালায়। এ সময়ে ওই গৃহবধূ সন্ত্রাসীদের বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। আহত গৃহবধূ দাবি করেছেন, সন্ত্রাসীরা ডাকাতি করার উদ্দেশ্যে তাদের বাড়িতে প্রবেশ করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।


(কেকে/পিবি/জানুয়ারি ১৮,২০১৫)