কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় আওয়ামীলীগ ও বিএনপির কর্মীদের মধ্যে আধাঘন্টা ব্যাপী সংঘর্ষে ভিক্টোরিয়া কলেজ রোড রনক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় উভয় অন্তত কয়েক শত রাউন্ড গুলি ও ককটেল বিনিময়ের ঘটনা ঘটে।

রবিবার ২০ দলীয় ঐক্য জোট আহুত হরতাল চলাকালে দুপুর পৌনে ১২ টায় এ সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় চার পুলিশ এবং ৬/৭ জন উভয় দলের কর্মী আহত হয়েছে। জেলা বিএনপি কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ করা হয়েছে একটি মোটর সাইকেলে।

প্রত্যক্ষদর্শীরা, হরতাল চলাকালে আওয়ামীলীগ হরতাল বিরোধী একটি মিছিল শহরের কান্দিরপাড় লিবার্টি চত্বর দিয়ে যাওয়ার সময় ভিক্টোরিয়া কলেজ রোডে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে অবস্থানরত বিএনপির কর্মীদের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় মুহুর্মুহু গুলি ছোঁড়ে উভয় দলের কর্মীরা। বিষ্ফোরণ ঘটানো হয় বিপুল সংখ্যক ককটেল। আধঅ ঘন্টাব্যাপী এ সংঘর্ষের সময় ভিক্টোরিয়া কলেজ রোডে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আওয়ামীলীগ কর্মীরা এ সময় জেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর চালায়। অগ্নিসংযোগ করা হয় একটি মোটর সাইকেলে। পরে পুলিশ এসে বিএনপি কর্মীদের লক্ষ্য করে শর্টগানের গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এ সংঘর্ষের সময় এসআই সালাউদ্দিন, হাবিলদার রুবেল, কনস্টেবল আনোয়ার ও হাসান আহত হয়। উভয় দলের কমপক্ষে ৭ জন আহত হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
(এইচকেযে/পিবি/জানুয়ারি ১৮,২০১৫)