স্টাফ রিপোর্টার : ভারতে এখন থেকে দশ বছর বয়সীরা পিতামাতা অথবা অন্য কারো সাহায্য ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে বলে জানিয়েছে দেশটির রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে দশ বছর বয়সী ছেলেমেয়ে স্বাধীনভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। আগে নিয়ম ছিল, এই বয়সের কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাইলে তার সঙ্গে পিতামাতা অথবা অন্য কাউকে নিয়ে আসতে হবে। ১৮ বছরের সকল টিনেজারের জন্যই এই নিয়ম কার্যকর ছিল।

এছাড়া নাবালকদের জন্য আরো কয়েকটি সুবিধা অনুমোদন করেছে আরবিআই-ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড এবং চেকবুক।

এদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই সুবিধা সার্বিক একটা নিয়মের মধ্যে থাকা উচিত। যেখানে এই সব অ্যাকাউন্ট আমানত হিসেবে থাকবে।

(ওএস/এটি/মে ০৭, ২০১৪)