ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রাজাকার, আলবদর, আলশামস্ গোত্রীয় অমানুষদের শায়েস্তার জন্য সকল পেশার বাঙালির হাতে কুত্তা মারার লাঠি রাখা জরুরি হয়ে পড়েছে। এদেশের আমজনতাকে যার যার জানমাল রক্ষার জন্য সবসময় লাঠি হাতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি।

আজ রবিবার সকাল ১১টায় ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডার কৈকুন্ডা ও গাছিপাড়া পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে শয়তানের চ্যালারা রাস্তাায় রাস্তায় অরাজকতা সৃষ্টি করছে।

গাড়িতে পেট্রোল বোমা ও আগুন ধরিয়ে নিরপরাধ নিরীহ মানুষদের হত্যা করছে। মানুষ হত্যা ও মালামাল ধ্বংসের তান্ডবে মত্ত নরপশু ঘাতক ষড়যন্ত্রকারীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, তোমাদের অত্যাচারে আজ কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল বাজারে নিয়ে বিক্রি করতে পারছে না; গোয়াল দুধ বাজারে নিতে পারছে না, কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না; স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তা কখনও কাম্য হতে পারে না।

স্বাধীন সার্বভৌম বাংলার মানুষ তোমাদের গায়ের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে। সন্ত্রাসীদের হুশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যকে বাংলাদেশ আওয়ামী লীগের গণতান্ত্রিক এ সরকার কখনও প্রশ্রয় দেয়নি, কখনও দিবে না।

ঈশ্বরদীর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী রুমেল হায়দার, উপজেলার প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাস,এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী মোক্তার হোসেন প্রমুখ।

(এসকেকে/এএস/জানুয়ারি ১৮, ২০১৫)