বগুড়া প্রতিনিধি : ২০ দলের লাগাতার অবরোধের সাথে রাজশাহী বিভাগে ৩৬ ঘন্টার হরতাল বগুড়ায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। রবিবার সকালে ছিলিপুরে ট্রাকে অগ্নিসংযোগের চেস্টা করেছে পিকেটাররা এছাড়া ঠনঠনিয়া ও কলোনীতে ককটেল বিস্ফোরন হয়েছে। পুলিশের অভিযানে মাটিডালী থেকে বিএনপি জামায়াতের ৯ জনসহ বিভিন্ন মামলায় ৪৯ জন গ্রেফতার হয়েছে।

সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থতি স্বাভাবিক হয়ে আসে। রিক্সা, অটো চার্যার, সিএনজিসহ মহাসড়কে পুলিশি প্রহরায় দুরপাল্লার যানবাহন চলাচল করেছে। অফিস আদালত, ব্যাংক বীমা অফিসে যথারিতি লেনদেন হয়েছে। এদিকে শহরে হরতালের পক্ষে বিপক্ষে মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি ও আওয়ামীলীগ।
সকাল ৯টায় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের শেরপুর রোডে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মফিজপাগলার মোড়ে সমাবেশে ভিপি সাইফুল বলেন, রাজশাহী বিভাগে ডাকা ৩৬ ঘন্টার হরতাল বগুড়ায় আরো ১২ ঘন্টা বর্ধিত করা হলো। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল পালন করা হবে।
অপরদিকে বেলা সাড়ে ১২ টায় শহরে হরতাল বিরোধি মিছিল বের করে জেলা আওয়ামীলীগ। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, প্রদীপ কুমার রায়, আইনুল হক সোহেল, আবু সুফিয়ান সফিক প্রমুখ।এ ছাড়া সকাল ১১টায় বিএনপির উদ্যোগে শহরের মাটিডালী বিমানমোড়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু জানান, বগুড়া ২০ দলীয় জোট হরতাল ১২ ঘন্টা বৃদ্ধি করে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পালন করবে। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, পুলিশের অভিযানে মাটিডালী থেকে সাবেক ইউপি চেয়ারম্যানসহ বিএনপি জামায়াতের ৯ জন এবং জেলার অন্যান্য থানায় বিভিন্ন মামলায় ৪৯ জন গ্রেফতার হয়েছে।
(এসবি/পিবি/জানুয়ারি ১৮,২০১৫)